তোমার হাতে

স্বাতী চট্টোপাধ্যায়

শেষ পাতাটা বোধহয় শুধু তোমার জন্য খোলা
পড়ে নিতে পারো আমার জীবন চর্যাপদ
শুকনো পাতা উড়ে উড়ে ধূসর পথের রেখা
ধুলো মাখা ইতিহাসেই আমার ভবিষ্যৎ

এই তবে নাও তোমার হাতে কলম দিলাম তুলে
ভাগ্য আমার লিখে দিও শেষ পাতাটির বুকে
মৃত্যু হলে মৃত্যু দিও, জীবন হলে জীবন
বাঁচার হলে ডাকবো তোমায়, আসবে তুমি, মরণ?

ফেসবুক মন্তব্য